ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় পুলিশ। গুলিবিদ্ধ মরদেহটির পাশে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ওই স্থানে নিয়ে ভোরে গুলি করে হত্যা করা হয়। রহস্য উদ্ঘাটনে পিবিআইকে নিয়ে কাজ শুরু করেছে শ্রীনগর থানা পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, শ্রীনগর খাল থেকে বুধবার দুপুরে এক সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। মাত্র চার দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকাবাসীর মনে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh