বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বরিশাল সদর উপজেলার ঐতিহাসিক চরমোনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত তিনদিন ব্যাপী মাহফিল।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এ সময় ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন তিনি।
গত ২৭ নভেম্বর বাদ জোহর চরমোনাই মাদ্রাসা ময়দানে শুরু হয়েছিল শতবর্ষী এ মাহফিল।
আখেরি বয়ানে অংশগ্রহণকারী মুসল্লীদের বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। এ সময় তিনি মুরিদানদের সঠিক পথে পরিচালিত হওয়ার পরামর্শ দেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বরিশাল আখেরি মোনাজাত চরমোনাই মাহফিল
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh