ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করে না: মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করে না। তারা বাংলাদেশকে ভারতের উপনিবেশ মনে করে। আর আমাদের লড়াই হচ্ছে তার বিরুদ্ধে, যাতে আমরা আমাদের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে পারি। 

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিবসহ আলেম উলামাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। 

এসময় ঢাকা-আগরতলা-ঢাকা পথে চলাচলকারী শ্যামলী পরিবহনের দুর্ঘটনাকবলিত একটি বাস নিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সহ ভারতীয় কর্তৃপক্ষের  মিথ্যচার সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন  মাহমুদুর রহমান।

এ সময় তিনি আরো বলেন এ দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম, আমরা যাতে ইসলামের মর্যাদা রক্ষা করতে পারি এটাই আমাদের লক্ষ্য। হিন্দুত্ববাদীরা মিথ্যার উপর দাড়িয়েছে, তারা মিথ্যা দিয়ে পৃথিবীকে জয় করতে চায়। আল্লার আইন হচ্ছে সত্য। সত্যের জয় হবে এবং মিথ্যা পরাজিত হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh