ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএর নির্মানাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, মূলত ভারতের কিছু রাজনীতিবিদ নির্বাচনে ভোট পাবার উদ্দেশ্যে এবং সেখানকার কিছু গণমাধ্যম বাংলাদেশে এই অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। ভারত একটি বৃহৎ দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্কই রাখা উচিত। তবে ভারত সরকার বাংলাদেশে কোন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে না বলে আমরা প্রত্যাশা করি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ভারত নষ্ট করলে বাংলাদেশের কোন ক্ষতি হবে না বরং ভারতেরই ক্ষতি হবে।
দেশের গার্মেন্টস খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের সাখাওয়াত হোসেন বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পেছনে শ্রমিকদের কোন দোষ নেই। এর পেছনে যারা ষড়যন্ত্র করছে সরকার তাদের চিহ্নিত করেছে। তবে অধিকাংশ গার্মেন্টস বিপুল পরিমাণ ব্যাংক ঋণ খেলাপির কারণে বন্ধ হয়েছে। এ ব্যাপারে সরকার আগামী সপ্তাহের মধ্যেই যথাযথ সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নারায়ণগঞ্জ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh