লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থীকে হত্যা ও বিস্ফোরকসহ চার মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে কামানখোলা এলাকা থেকে সুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

পুলিশ বলছে, সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেন হত্যা এবং পুলিশের দায়ের করা বিস্ফোরকসহ চারটি মামলার আসামি।

গ্রেপ্তার মারুফ হোসেন সুজন সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা এলাকার নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, বুধবার ভোররাতে কামানখোলা এলাকা থেকে মারুফ হোসেন সুজনকে গণধোলাই দেন কয়েকজন যুবক। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, সুজনকে তিন শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এসব মামলায় অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh