নাটোরের লালপুরে সম্পা (২৪) নামের এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ এক ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। সম্পা উপজেলার বাকনা পালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে।
বিক্ষোভকারীরা জানান, গত রবিবার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে স্বামী সুমনের বাড়ি থেকে সম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়। মৃত্যুর ঘটনায় দায়িদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকাল ১১টা থেকে বিক্ষোভ করে সম্পার স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে পুলিশে বাধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেন তারা। পরে থানা থেকে বের হয়ে গেটের সামনের সড়কে বসে পড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
সম্পার মা রোজিনা বেগম জানান, আমার মেয়ে আত্মহত্যা করেনি৷ মেয়ের শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh