বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে নগর ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুভাষ জেলা শহরের পশ্চিম দাশড়া (লঞ্চঘাট) এলাকার মৃত খগেন্দ্র মোহন সরকারের ছেলে।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, সুভাষ চন্দ্র সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh