পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা এবং সরকারি যানবাহন ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার উদ্যেশ্যে এক যুবককে আহত করার মামলায় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকারকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে বাসায় ফেরার পথে টেপ্রীগঞ্জ বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

গোলাম রহমান সরকার টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, নির্বাচনী সহিংসতার মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজনকে হত্যার উদ্যেশ্যে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্ত করে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্ৰেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত ২১ মে সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল দিতে দেড়ি হওয়ায় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা। এতে আহত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবসহ ছয়জন। এছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া আগস্টের ৪ তারিখ দেবীগঞ্জ করতোয়া সেতু এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে গুরুতর আহত হন কয়েকজন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh