যানজটে নাকাল পর্যটন নগরী কক্সবাজার। নানা অব্যবস্থাপনা ও অনিয়মের শহর কক্সবাজার এখন যানজটের শহরে পরিণত হয়েছে। দিনের প্রায় অর্ধেক সময় যানজটের কবলে থাকে পুরো শহর।
বিশেষ করে কলাতলীতে সড়কের পাশে অবৈধ বাস পার্কিং এবং দূরদূরান্ত থেকে আগত বাসগুলো সরাসরি শহরে প্রবেশের কারণে বেড়েছে যানজট। যার ফলে ভোগান্তিতে পড়েন পর্যটক ও স্থানীয়রা। এছাড়া দীর্ঘ যানজটে পর্যটক ও স্থানীয় মানুষের ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে চাকরিজীবী ও শিক্ষার্থীদের মূল্যবান সময়।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে তীব্র যানজট লেগে যায় । এসময় শহরের বাস টার্মিনাল থেকে কলাতলী ডলফিন মোড় পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর সেলিম বলেন, ‘প্রতিদিন সকাল থেকে দীর্ঘ যানজট লেগেই থাকে। অফিস বা কাজে বের হলেও অনেক সময় নিয়ে বাসা থেকে বের হতে হয়। কর্তৃপক্ষের অবহেলা ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যানজট তীব্র আকার ধারণ করেছে। পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ থাকলেও নানা অনিয়মের কারণে যানজট লেগে থাকে। এই যানজট থেকে উত্তরণের উপায় বের করা জরুরি।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক রায়হাতুল গীর কসবা জানান, প্রতিদিন এ সড়কে তীব্র যানজট লেগেই থাকে। বিশেষ করে শুক্র ও শনিবার যানজটের তীব্রতা বেড়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকা পড়ে নষ্ট হয় কর্মঘণ্টা।
বেসরকারি চাকরিজীবী আতাউল্লাহ খালেদ বলেন, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি তিন মাস বাস টার্মিনাল থেকে কলাতলী ডলফিন মোড় পর্যন্ত তীব্র যানজট থাকে। বিশেষ করে সকাল যানজটের তীব্রতা বেড়ে যায়। যার কারণে ভোগান্তি পোহাতে হয় পর্যটক ও সাধারণ মানুষের।
দীর্ঘক্ষণ জ্যামে বন্দী থাকার পর অনেকে বাধ্য হয়ে জেল গেইট থেকে হেঁটে কলাতলী পর্যন্ত চলে যায়।
শিক্ষার্থী সাদেক মাহমুদ সিমরান বলেন, সকালে জ্যামে বন্দী ছিলাম প্রায় ১ ঘণ্টা। সকাল ৯ টায় ক্লাস থাকায় বাসা থেকে ১ ঘণ্টা আগে বের হয়েও ক্লাসটা মিস হয়ে গেল। এই রোডে প্রতিদিন তীব্র যানজট লেগেই থাকে। যানজট নিরসনে কর্তৃপক্ষের দৃশ্যমান কোন উদ্যোগ নেই।
ট্রাফিক পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী বলেন, এখন গাড়ির চাপ বেশি তাই কিছুটা সমস্যা হচ্ছে। সড়ক ও জনপদ বিভাগ গাড়ি ইউটার্ন করার জায়গাটি প্রশস্ত করার কথা ছিল। তারা কাজটি করলে ভোগান্তি একটু কম হত।
সরাসরি কলাতলী ও ডলফিন মোড়ে গাড়ি প্রবেশের প্রশ্নে তিনি জানান, ওবিটি এ্যাপসের মাধ্যমে পর্যটকদের আবেদনের পরিপ্রেক্ষিতে রিজার্ভ ট্যুরিষ্ট বাস শহরে প্রবেশের অনুমতি দেয়া হয় । তাদের অনুমতি দেয়া না হলে জ্যাম লিংক রোড পর্যন্ত ছাড়িয়ে যেতো বলে মন্তব্য করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার জসীম আরও জানান, আজ থেকে চার বছর আগেও বাস টার্মিনাল সচল ছিল। কিন্তু নানা কারণে সেটি এখন নিস্ক্রিয় হয়ে গেছে। বাস টার্মিনাল পুরোপুরিভাবে সচল করা গেলে যানজট কমে আসবে বলে জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পর্যটন নগরী কক্সবাজার যানজট অবৈধ পার্কিং
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh