ভৈরবে কার্ভারভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ৫

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায়  সিএনজিচালিত অটোরিকশা  ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। 

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে—সিএনজি চালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দিতে। আর বাকি ৩ জন নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নরসিংদীর নিলকুটি এলাকা থেকে দু’টি কাভার্ডভ্যান ভৈরব যাচ্ছিল। কাভার্ডভ্যান দু’টি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয় তখন সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসতে দেখে অটোরিকশাটি দুই কাভার্ডভ্যান মাঝে ঢুকে প্রথমে সামনেরটিকে ধাক্কা দেয় এবং পরে পেছন থাকা অপর কাভার্ডভ্যানটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দু’জন পুরুষ এবং তিনজন নারীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজু মিয়া জানান, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত-অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়। কাভার্ডভ্যান দু’টি আটক করে থানায় নেয়া হয়েছে, কিন্তু চালক দু’জন পলাতক। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh