ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০১ এএম
ঝিনাইদহের শহরের কলাবাগান এলাকা থেকে আব্দুল জব্বার (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার দুই স্ত্রী মিষ্টি ও সাথীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের কলাবাগান এলাকার নিজ বাসা থেকে জব্বারের লাশ উদ্ধার করা হয়।
আব্দুল জব্বার শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহারা গ্রামের আব্দুল জলিলের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, আব্দুল জব্বার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
নিহত আব্দুল জব্বারের বোন জানান, তার ভাইয়ের দুই স্ত্রীর সাথে তার বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এর আগে তার ভাইকে গায়ে হাত তুলে মারধরও করেছে বড় স্ত্রী মিষ্টি। সম্প্রতি আব্দুল জব্বারের বোন ও মা তার বাড়ি থেকে চলে যায় নিজ বাড়িতে। সে সুযোগে বড় স্ত্রী রাবেয়া খাতুন মিষ্টি আজ দুপুরের দিকে বাড়িতে এসে তার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। হত্যার সময় তার ভাইয়ের ছোট স্ত্রী সাথী ও প্রতিবেশীরা ঘটনাটি দেখেছেন।
ঘটনা জানাজানি হলে স্থানীয়রা জব্বারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা: সুলতানা মেফতাহুল জান্নাত তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আব্দুল জব্বার নামের এক ব্যাক্তির মৃতদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে। তবে দুই স্ত্রীকে আটক করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঝিনাইদহ পুলিশ আব্দুল জব্বার পারিবারিক কলহ হত্যা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh