সুনামগঞ্জের সদর উপজেলায় হাজীপাড়া এলাকার সুরমা নদী থেকে প্রায় দেড় কোটি টাকায় ভারতীয় চোরাই মাল জব্দ করেছে বিজিবি।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, স্ত্রী পিস, পায়জামা, মখমল ও থান কাপড় আটক করে।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ সদরের পশ্চিম হাজীপাড়া এলাকার সুরমা নদীতে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, থ্রী পিস, পায়জামা, মখমল ও থান কাপড় আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা বলে উল্লেখ করেছে বিজিবি।
অভিযানে বিজিবির বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টারমাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮ বিজিবি)-সহ বিজিবি সদস্য অংশগ্রহণ করে। এছাড়াও অভিযান পরিচালনার সময় সুনামগঞ্জ সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ইসমাইল রহমান উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক একেএম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত মালামাল সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh