সেনা চেকপোস্টের সামনে মোটরসাইকেল থামাতে গিয়ে একজনের প্রাণহানি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেনা ক্যাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম হাফিজার রহমান। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জের পশ্চিম দলারাম এলাকার রমজান আলীর ছেলে। 

হাফিজার এসিআই কোম্পানিতে পঞ্চগড়ে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দেবীগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোতে অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাফিজার রহমান মোটরসাইকেলে পঞ্চগড় থেকে নীলফামারী যাচ্ছিলেন। তিনি হেলমেট পরিধান না করায় সেনা ক্যাম্পের সামনে এলে কর্তব্যরত সেনা সদস্যরা তাকে থামতে বলেন। থামার জন্য ইশারা পেয়ে হাফিজার মোটরসাইকেল ব্রেক করার সাথে সাথে ডান দিকে পড়ে যান। এই সময় গরুবাহী একটি নসিমন পেছন থেকে এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর স্থানীয়রা ও সেনা সদস্যরা গুরুতর আহত অবস্থায় হাফিজারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এইদিকে হাফিজারের স্ত্রী সোমা জানান, কিছু দিন আগে কোম্পানির কিছু টাকা হারিয়ে ফেলেন হাফিজার। এই বিষয়টি নিয়ে তিনি কয়েক দিন থেকে দুঃশ্চিন্তায় ছিলেন। আজ সেই টাকা ভাইদের থেকে আনতে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন হাফিজার। টাকা নিয়ে এসে কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

এইদিকে ঘটনার পরপরই নসিমনসহ এর চালককে আটক করে দেবীগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়।

তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, সেনা সসদ্যরা থামার জন্য ইশারা না দিলে হাফিজার মোটরসাইকেল থামাতেন না। আর মোটরসাইকেল না থামালে আজ এই প্রাণহানি হতো না। কারণ হাইওয়েতে অহেতুক মোটরসাইকেল থামানোর কোন কারণই ছিল না।

যদিও সেন ক্যাম্প থেকে বিষয়টি অস্বীকার করা হয়। ক্যাম্পের একটি সূত্র জানায়, হাফিজারকে থামাতে হাত দেখায়নি কর্তব্যরত সেনা সদস্য। তিনি নিজেই মোটরসাইকেল ব্রেক করেছিলেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, এই ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করবেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh