বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুম, খুন ও গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সিয়াম ইলাহী।
দাবিগুলো হচ্ছে— গুপ্ত হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং নতুন করে কেউ যেন হত্যার শিকার না হয় সে ব্যবস্থা করা, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন, সন্ত্রাস এবং রাজনৈতিক আশ্রয় প্রতিরোধ করা, ক্ষতিগ্রস্ত পরিবার ও ঝুঁকিপূর্ণ এলাকার শিক্ষার্থীদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এখনো ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা নানা ধরনের উসকানিমূলক প্রচারণা করছে। এ ছাড়া গণহত্যার সঙ্গে জড়িত যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। ফলে তারা এখনও গুপ্ত হত্যার পরিকল্পনা করছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গুপ্ত হত্যা কঠোর আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম চট্টগ্রাম প্রেসক্লাব আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh