কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের পেকুয়ার টৈটং ইউনিয়নের হাজী বাজারের পাশে মৌলভীবাজার রাস্তার মাথার বটগাছতলা এলাকায় ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
নিহতরা হলেন, পেকুয়া টৈটং ৭নং ওয়ার্ডের ধনিয়াকাটার মৃত সৈয়দুল আলমের ছেলে সিএনজিচালক মনিরুল মন্নান (২২), মগনামা সোনালী বাজার এলাকার বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩৫), চট্টগ্রামের হাটহাজারী সমিতির হাট মধ্য মাদার্শার আলীশাহ ফকিরের বাড়ির মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আক্তার (২৯) ও তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান জাহেদুল ইসলাম।
জানা যায়, কুয়াশাচ্ছন্ন সকালে পেকুয়া থেকে একটি নম্বরহীন সিএনজি অটোরিকশা যাত্রী বোঝাই করে চট্টগ্রাম যাচ্ছিল। পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের টৈটংয়ের হাজী বাজারের পাশে মৌলভীবাজার রাস্তার মাথা বটগাছ তলা এলাকায় একটি দ্রুতগামী ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা স্বামী-স্ত্রীসহ চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। সিএনজিতে থাকা অপর দুই যাত্রীকে আশংকাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে শিশু জাহেদুলও মারা যায়। অপর যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ডাম্পারের চালক ও সহকারী পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার পেকুয়া সড়ক দুর্ঘটনা সংঘর্ষ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh