Logo
×

Follow Us

জেলার খবর

সুদি মহাজনের কিল-ঘুষিতে বিএনপি নেতার মৃত্যু

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:০২

সুদি মহাজনের কিল-ঘুষিতে বিএনপি নেতার মৃত্যু

বরিশাল জেলার ম্যাপ। ফাইল ছবি

সুদি মহাজনের সাথে আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্বে বাকবিতণ্ডায় জড়িয়ে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা কিবরিয়া তালুকদার (৪৫)। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতা কিবরিয়া গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভুরঘাটা এলাকার মৃত আদম তালুকদারের ছেলে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বসে আর্থিক লেনদেন নিয়ে বিএনপি নেতা কিবরিয়ার সঙ্গে খাঞ্জাপুর গ্রামের সুদী মহাজন বারেক ব্যাপারীর কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কিবরিয়াকে কিল-ঘুষি মেরে আহত করে বারেক। স্থানীয়রা আহত কিবরিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুনের ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫