Logo
×

Follow Us

জেলার খবর

চাঁদপুরে জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:২৩

চাঁদপুরে জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার

নোঙর করা জাহাজ এমভি আল-বাখেরা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনায় থেমে থাকা জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ওই জাহাজ থেকে আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।    

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। 

জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। দুপুরের দিকে ওই জাহাজে পৌঁছায় নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা।

বাংলাদেশে কোস্ট গার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস এই তথ্য নিশ্চিত করেছেন।  

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নারায়ণগঞ্জে যাওয়ার সময় চাঁদপুরের মেঘনায় কার্গো জাহাজটি গত রাতে ডাকাতের কবলে পড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

চাঁদপুরে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ট্রিপল নাইনের মাধ্যমে তারা জানতে পারেন এমভি আল বাহেরা নামক একটি জাহাজে মরদেহ পাওয়া গেছে।

পাঁচজন মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ৩ জন আশংকাজনক অবস্থায় রয়েছে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জাহাজটিতে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫