পালিয়ে থাকাদের বিচারের মুখোমুখি হতে প্রস্তুতি নিতে বললেন তথ্য উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধকারীরা বিভিন্ন সময়ে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়েছেন, এবার ভারতে অবস্থান নেওয়াদের বিচারের মুখোমুখি হতে মানসিক প্রস্তুতি নিতে বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মাদ্রাসা ছাত্র আরাফাতের জানাযা শুরুর আগে এমন মন্তব্য করেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, এই সরকারের বিচার টপ প্রায়োরিটি। এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। এমন ঘোষণা দিয়ে আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। সেখান থেকে আমরা এক বিন্দু পরিমাণ পিছ পা হইনি। আমরা অবশ্যই বিচার নিশ্চিত করব। যারা ভারতে আশ্রয় নিয়ে বাহিরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলব বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবল বিচারের মুখোমুখি হওয়ার জন্য এবং ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য।

সরকারের এই উপদেষ্টা বলেন, এই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। বিগত সরকারের মাদ্রাসার ছাত্রদের ওপর ক্ষোভ ছিল। সেই সময় তারা বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে। আমরা দেখেছি, কীভাবে ২০১৩ সালে তাদের ওপর পুলিশি নিপীড়ন হয়েছে। তবুও তারা রাস্তায় নেমে লড়াই করেছে, আমরা তাদের স্যালুট জানাই। ১২ বছর বয়সী শহীদ আরাফত দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে রাস্তায় নেমেছিল। আমরা যারা জীবিত আছি তাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার। এ আন্দোলনে স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ও একটি ব্যাপক অংশগ্রহণ ছিল এবং তাদের রক্তত্যাগ ও আত্মত্যাগ রয়েছে। এবারের আন্দোলনে তারা কাঁধে-কাঁধ রেখে লড়াই করেছে। 

তিনি আরও বলেন, সমাজে যেই বিভাজন শেখ হাসিনা করে গিয়েছে, সেই বিভাজন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দূর হয়েছে। দেশের বাহিরের কোন শক্তিকে আর এই বিভাজন করতে দেয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করবে, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ হয়ে থাকব।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমাদের শহীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। আমরা যেন আমাদের ভাইদের স্বপ্নকে কোন ভাবেই ভুলে না যাই। আমরা কোন শহীদের পরিবারের বাবা মাকে তাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারব না , তবে এতটুকু বলতে পারি খুনিদের বিচার নিশ্চিত করা হবে। আমরা যেন শহীদ পরিবারকে এতটুকু বলতে পারি, যারা খুন করেছে, বাংলাদেশের মাটিতে তাদের বিচার হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে আরাফাতের বাবা শহীদুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh