চুয়াডাঙ্গা শহরের রেলস্টেশন এলাকা থেকে ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় ৩ চোরাকারবারিকে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শ্যামপুরের মমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮), রাজিবুল ইসলাম (২৫) ও একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।
গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে স্বর্ণের বার উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান রাত সাড়ে ৭টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
তিনি জানান, ১৪টি স্বর্ণে রবার ও চোরাকারবারিদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে চোরাকারবারিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে। জব্দ করা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh