কুষ্টিয়ায় নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় রুবিনা খাতুন (২৮) নামে এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাতে শহরের কমলাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবিনা খাতুন মেহেরপুর জেলার মুজিবনগর থানার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে ও একই থানার রতনপুর গ্রামের আলাল শেখের স্ত্রী।

রুবিনা কুষ্টিয়া আদালতে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেশীদের বরাতে পুলিশ জানায়, শহরের কমলাপুর এলাকার একটি ভাড়া বাসার তৃতীয় তলায় রুবিনা তার স্বামী আলাল শেখ ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। স্কুল বন্ধ থাকায় ছেলে-মেয়েরা নানাবাড়ি বেড়াতে যাওয়া বুধবার ছুটির দিনে স্বামী-স্ত্রী দুজনে বাসায় ছিলেন।

দুপুর ২টায় রুবিনার আদালত পুলিশ অফিসে যাওয়ার কথা ছিল। কিন্তু সহকর্মীরা রুবিনাকে অফিসে না পেয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু রুবিনা কল রিসিভ না করায় সহকর্মীরা পাশের ফ্ল্যাটের অন্য এক পরিচিত প্রতিবেশীকে ফোন দিয়ে জানার চেষ্টা করেন।

রুবিনাকে অফিস থেকে ফোন কলে না পাওয়ার কথা তার স্বামী আলালকে জানায় প্রতিবেশীরা। তখন আলাল শেখ তাদের বলেন, রুবিনা তার সঙ্গে রাগ করে ঘরের অন্য কক্ষে গিয়ে দরজা বন্ধ করে আছেন।

রাতে সবাই মিলে রুবিনাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি।

পরে কক্ষের দরজা ভেঙে ঢুকে ফ্যানের সঙ্গে রুবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন তারা।

পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের কারণে আত্মহত্যার ঘটনার ঘটেছে। স্বামী আলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যু কারণ জানা যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh