গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকাগামী কাভার্ডভ্যানের চাপায় আনোয়ার হোসেন নামে (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান চলন্ত মোটরসাইকেলকে চাপা দিলে আনোয়ার হোসেন নামে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমানের নেতৃত্বে নিহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh