Logo
×

Follow Us

জেলার খবর

শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮

শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজি। ছবিঃ সংগৃহীত

শেরপুরে রিফাত পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

আজ রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা নকলা থেকে শেরপুর শহরের দিকে আসছিল। অটোরিকশাটি টিটিসি মোড়ের জোড়া পাম্প এলাকায় পৌঁছালে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জন মারা যান। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।  

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই পাঁচজন ও পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তবে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই অটোরিকশার যাত্রী। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫