নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) পৌরসভার ৬নং ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিন উপজেলার পৌর এলাকার গোঘারকুল ইসলামিয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। এই মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)।
এদিকে মাহফিল চলাকালে এক প্রবাসী আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (র.) কে খাওয়ার জন্য কমলা দান করেন। এসময় তিনি ঐ কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন।
কমলাটি নিয়ে নিলামের ডাক দিলে তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কিনে নেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সিলেট কমলা বিক্রি নিলাম দুই লাখ টাকা ওয়াজ মাহফিল নিউইয়র্ক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh