লালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, পানি ছিটিয়ে বন্ধ

লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত BSB ইটভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। আজ বুধবার (১ জানুয়ারি) বিকেলে মোবাইল কোর্টের অভিযানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটায় পানি ছিটিয়ে ইট পোড়ানো বন্ধ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানের সময় দেখা যায়, ইটভাটাটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার প্রমাণও পাওয়া যায়।

অভিযানের খবর পেয়ে ইটভাটার মালিক ও ম্যানেজার পালিয়ে যান। এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, আইন অমান্য করে পরিচালিত সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh