কেয়া গ্রুপের ৫ কারখানা স্থায়ীভাবে বন্ধের ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের পাঁচটি পোশাক কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান স্বাক্ষরিত একটি নোটিশ কারখানার প্রধান ফটকে সাঁটিয়ে দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এতদ্বারা কেয়া কসমেটিকস্ লিমিটেডের (নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও কেয়া ইয়ার্ন মিলস্ লিমিটেডের সব শ্রমিক ও কর্মকর্তদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা এবং ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার জন্য আগামী ১ মে থেকে ফ্যাক্টরির সব কর্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো। ফ্যাক্টরিতে কর্মরত সব শ্রমিক, কর্মকর্তা এবং কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ধারা (২৬) ২০১৫, ২০১৮ এবং ২০২২ এর বিধি অনুযায়ী সব পাওনাদি কারখানা বন্ধের পরবর্তী ৩০ কর্ম দিবসের মধ্যে প্রদান করা হবে।

কারখানার এইচ আর ম্যানেজার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১ মে থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি ধাপে শ্রমিকদের সব পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh