যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকসহ বিপুল সংখ্যক ভারতীয় পণ্য জব্দ করা হয় । এ সব জব্দ পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এ পৃথক অভিযান চালানো হয়।
বিজিবি
সূত্রে জানা গেছে, গোপন খবরে বেনাপোল বিওপি ও পাঁচপীরতলা বিওপি
আমড়াখালী চেকপোস্ট এলাকায় এবং বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাইপথে আনা ফেনসিডিলসহ বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তৈরি পোশাক, কম্বল, কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। জব্দ এসব পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
যশোর
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাকারবারিরা এসব পণ্যের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে
বিজিবির এ ধরনের অভিযান
চালাবে বলে জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বেনাপোল সীমান্তে বেনাপোল ভারতীয় পণ্য জব্দ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh