নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
এছাড়া অতি শীঘ্রই নতুন জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিএনপি নেতা রহিম নেওয়াজ বলেন, ‘আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার বিষয়টি ফেসবুকে দেখেছি। চরম দুঃসময়ে নিজের জীবন তুচ্ছ করে রাজনীতির মাঠে সক্রিয় ছিলাম। আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। আমরা সম্মেলন করার প্রস্তুতি প্রায় শেষ করেছিলাম। শুধু লালপুর, বাগাতিপাড়া ও সিংড়ার সম্মেলন না হওয়ায় আমাদের সম্মেলনের তারিখ ঠিক করতে পারিনি। তবু কেন্দ্র কেন কমিটি ভেঙে দিল, তা বোধগম্য নয়।’
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জুলাই আমিনুল হককে আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh