রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ, রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে অধিকার বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উখিয়া উপজেলার পালংখালী বাজার স্টেশন চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার জাহান চৌধুরী।

মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থতি দিন দিন অবনতি হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে খুন খারাবিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। প্রায় ৮ বছর হতে চলেছে একজন রোহিঙ্গাকেও তাদের দেশে ফেরত পাঠানো যায়নি। উল্টো গত কয়েক মাসে আরাকানে গৃহযুদ্ধের কারণে আরও লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে উখিয়া টেকনাফসহ কক্সবাজারের মানুষের জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।

মানববন্ধনে বক্তারা, অবিলম্বে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণসহ নতুন করে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করাসহ সরকারের কাছে ৭ দফা দাবি জানিয়েছে।

দাবি গুলোর মধ্যে রয়েছে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর নিরাপত্তা বলয় জোরদার, মিয়ানমারের রাখাইনে গৃহযুদ্ধের কারণে ২০২৪ সালে অনুপ্রবেশ করা লক্ষাধিক রোহিঙ্গার এফডিএমএন তালিকায় অন্তর্ভুক্ত না করে (বায়োমেট্রিক) তাদেরকে পুশব্যাকের জন্য কার্যকর কূটনৈতিক তৎপরতা চালানো, উখিয়া ও টেকনাফে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা, রোহিঙ্গা ক্যাম্পে চাকরিসহ ক্যাম্প ব্যবস্থাপনায় স্থানীয়দের প্রাধান্য (ন্যূনতম ৫০%) নিশ্চিত করা, রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বাহিরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধ করতে হবে এবং ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বাসাভাড়া বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং রোহিঙ্গা ক্যাম্পের চাকরির নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে আরআরআরসি প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধির সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh