সিরাজগঞ্জে মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষিরা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন মাঠে মৌ চাষিরা ব্যস্ত সময় পার করছেন। এই মৌসুমে ফসলের জমির পাশে পোষা মৌমাছি দিয়ে শত শত বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন তারা। ওই সব বাক্স থেকে পোষা মৌমাছিগুলো উড়ে গিয়ে মধু সংগ্রহের জন্য ঘুরে বেড়াচ্ছে সরিষার হলুদ ফুলে।

মৌ চাষিরা সাধারণত পছন্দের একটি সরিষা ক্ষেতের পাশে খোলা জায়গায় চাক ভরা বাক্স ফেলে রাখেন। তাতে একেকটি বাক্সে মোম দিয়ে তৈরি ছয় থেকে সাতটি মৌচাকের ফ্রেম থাকে। আর তার ভেতর রাখা হয় একটি রানি মৌমাছি। রানি মৌমাছির কারণে ওই বাক্সে মৌমাছিরা আসতে থাকে। মৌমাছিরা ফুল থেকে মধু এনে বাক্সের ভেতর চাকে জমা করে। আর এই চাক থেকেই মধু সংগ্রহ করে থাকেন চাষিরা।

উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর, বাড়াবিল উত্তরপাড়া, নরিনা ইউনিয়নের পাড়কোলা, জুগ্নীদহ উত্তরপাড়া, জুগ্নীদহ ঈদগাঁ মাঠে গিয়ে দেখা যায়, মধু আহরণে সবাই ব্যস্ত। কেউ বাক্স থেকে মধু বের করছেন, আবার কেউ বাক্স ঠিক করে দিচ্ছেন, কেউবা ড্রামে মধু ভরছেন। ক্রেতারা এসে মধু কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি কেজি মধু ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি করছেন।

দিনাজপুরের বিরল থেকে আসা মধু ব্যবসায়ী আব্দুস সাত্তার বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা এখানে মধুর জন্য ১২৫ মৌবাক্স বসিয়েছি। সাত দিন পরপর মধু আহরণ করা হয়। মধু সংগ্রহের জন্য স্টিল কাঠ দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় বাক্স। যার উপরের অংশটা কালো রঙের পলিথিন চট দিয়ে মোড়ানো থাকে। বাক্সের ভেতরে কাঠের তৈরি সাতটি ফ্রেমের সঙ্গে মোম দিয়ে বানানো বিশেষ কায়দায় লাগানো থাকে এক ধরনের সিট। পরবর্তীতে বাক্সগুলো সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়।

তিনি জানান, আমরা সরিষা ক্ষেত থেকে বছরে চার মাস মধু সংগ্রহ করে থাকি।

অন্য বছরের তুলনায় মধুর দাম এবার বেশি। গত বছর এক মণ মধুর দাম ছিল ১৩ থেকে ১৪ হাজার টাকা, আর বছর তা বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ হাজার টাকায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ বলেন, চলতি অর্থ বছরে উপজেলায় ১৫ হাজার ৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে- যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। শাহজাদপুর উপজেলায় এখন পর্যন্ত ৭০০টি মৌ বক্স স্থাপিত হয়েছে। ৮ জন মৌয়াল এখানে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত ২১০০ কেজি মধু উৎপাদন হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh