বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন দিলো দুর্বৃত্তরা

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। রাতেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নে ৯নং ওয়ার্ড চন্দ্রপাড়া বাজারে পশ্চিম পাশে হাওলাদার বাড়ির সামনে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা যায়, ২০ দিন আগে চন্দ্রপাড়া বাজারে একটি টিনসেড ঘরে বিএনপি কার্যালয় করা হয়। কার্যালয়টি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন। রাতারাতি অফিসটি জমজমাট হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা এই অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে থাকা আসবাবপত্রসহ অফিসটি পুড়ে গেছে। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নেভায়।

মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান বলেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা আমরা জানি না। সব দলের লোকজনই ওই অফিসে বসে। বিরোধী দলের লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh