গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইটভর্তি ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সূত্রাপুর নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫), টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসেন ছেলে সুদিপ দাস (৩৭)।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর বাজার থেকে ইটভর্তি একটি ট্রাক মাওনার দিকে যাচ্ছিল। উপজেলার চাপাইর ইউনিয়নের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছালে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক করিম মিয়া নিহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহত অয়ন ও সুদিপকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রিপন নামের আরেক যাত্রী আহত হয়েছেন।
কালিয়াকৈর থানার এস আই জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুল করিমের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত অন্য দুজনের লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, ইটভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাজীপুর কালিয়াকৈর নিহত সড়ক দুর্ঘটনা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh