বরিশালে আ.লীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বরিশালে আওয়ামী লীগ নেতা শাহরিয়ার সাচিব রাজিবকে কুপিয়ে হাত এবং পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার ৯ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে নগরীর গোরস্থান রোড এলাকায় নিজ বাসার কাছে এই ঘটনা ঘটে। আহত রাজিবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, রাজিবের হাত এবং পায়ের রগ কাটা ছাড়াও সমস্ত শরীরজুড়ে ১২টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা অনেকটা সংকটাপন্ন হয়ে দাঁড়িয়েছে।

আহত শাহরিয়ার সাচিব রাজিব নগরীর মুসলিম গোরস্থান সংলগ্ন কাছেমাবাদ খানকা সংলগ্ন এলাকার বাসিন্দা। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনুসারী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করে আসছিলেন। তিনি ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন। এছাড়া গত সিটি নির্বাচনে একই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর সিএন্ডবি রোডে বিএনপির শোক র‌্যালিতে হামলা এবং নেতাকর্মীদের কুপিয়ে জখমের ঘটনায় মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের দায়ের করা মামলার ৩৫৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

আহত রাজিবের বড় বোন সাংবাদিক শাহিনা আজমিন জানান, রাজিবের স্ত্রী রাত সোয়া ১০টার দিকে তাকে ফোন করে জানায় রাজিব বাসায় ফেরার পথে নির্মমভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা কুপিয়ে রাজিবের একটি পা এবং একটি হাত শরীরের চামড়ার সাথে ঝুলিয়ে দিয়েছে।

রাজিবকে কুপিয়ে জখমের কারণ এখনো নিশ্চিত নন জানিয়ে শাহিনা আজমিন বলেন, ‘ইতোপূর্বে ওই এলাকায় ডিস লাইনের ব্যবসা করতো সাবেক কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না। পরবর্তীতে তার কাছ থেকে কাগজে-কলমে চুক্তিবদ্ধ হয়ে সেই ব্যবসাটি পরিচালনা করছিলেন রাজিব। হঠাৎ করেই পাঁচ আগস্টের পর ডিস ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে টেইলর বাচ্চু। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনায় রাজিব সম্প্রতি বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে। হতে পারে এজন্যও রাজিবকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।


এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে ৩-৪ লোকের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। পরিচয় শনাক্ত করণ কাজ চলছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

এদিকে হামলার ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন জানিয়েছেন, বাচ্চু ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সদস্য। সে হিসেবে রাজনৈতিক কারণে তার সাথে আমার যোগাযোগ থাকতেই পারে। তবে আমি ঢাকায় অবস্থান করায় কী কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে তা আমার জানা নেই।

তিনি বলেন, নির্বাচনের সময় আমার ভাই আসাদ অন্য প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। এটা নিয়ে তো বিরোধের কিছু নেই। আর এ নিয়ে এমন ঘটনা ঘটারও কথা না। কারণ আসাদ ঢাকায় থাকে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা (রাজিব) ক্ষমতায় থাকাকালে কাকে কী করেছে, মানুষকে কতটা জ্বালিয়েছে সেটা সবারই জানা। তাছাড়া রাজিবের বিরুদ্ধে বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। এর পরও সে এই আমলে ডিসের ব্যবসা করবে! সে এখনো বরিশালে থাকে কী করে। এখন মানুষের ক্ষোভের কারণে কেউ যদি কুপিয়ে থাকে সেটার দায় তো যুবদল নেবে না, বা আমরা নিবো না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh