পুঠিয়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১২ জানুয়ারি) রাত তিনটার দিকে ঝলমলিয়া বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা বকরকে পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপি কর্মী মজির হত্যা মামলাও রয়েছে। এছাড়া ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকাকালে তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh