লক্ষ্মীপুরে ট্রাক্টর চাপায় ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিরাজ (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেল। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে কমলনগর উপজেলার করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নামক স্থানে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিরাজ উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ির আজাদ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা ছিলেন।

স্থানীয়রা জানাল, কাঠ বোঝাই দ্রুতগতির ট্রাক্টরটি মিরাজের ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে মিরাজ ঘটনাস্থলেই মারা যাল। তার ভ্যানগাড়িটিও ভেঙে গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি পাশের পুকুরের পানিতে পড়ে গেছে। চালককে আটক করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh