গুদামে ধরে রাখার জন্য চাল আমদানি করা হচ্ছে না: খাদ্য উপদেষ্টা

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন জায়গা থেকে আমদানি করা হচ্ছে। আমরা চাল আমদানি করছি গুদামে ধরে রাখার জন্য না। বাজারে খাদ্য বিভাগের ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। ওএমএস কার্যক্রমের কারণে জনসাধারণ বাজার থেকে কম খাদ্য সংগ্রহ করবে। ফলে বাজারের উপর চাপ কমবে। ক্রমান্বয়ে বাজার অধিকতর স্থিতিশীল হবে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে চলতি আমন সংগ্রহ ২০২৪-২০২৫ এর লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি বলেন, প্রতি কার্যদিবসে প্রতিটি উপজেলায় দুই মেট্রিকটন চাল ওএমএসে দেয়া হচ্ছে। দরকার হলে ওএমএস আরও বাড়াবো। এতে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। এছাড়া বরিশালে আমন সংগ্রহ অভিযান আশাব্যাঞ্জক মনে করছি। নির্ধারিত সময়ের মধ্যে সব আমন সংগ্রহ সম্ভব হবে বলে জানান তিনি।

এসময় আমন সংগ্রহ মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জনে সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। সভায় বরিশাল বিভাগীয় কমিশনারসহ বিভাগের ৬টি জেলার জেলা প্রশাসক এবং জেলা খাদ্যনিয়ন্ত্রকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় নির্মাণাধীন সাইলো পরিদর্শন করেন খাদ্য উপদেষ্টা। এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh