সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় এক যুবদল নেতার বিরুদ্ধে বন বিভাগের গাছ কেটে সরকারি জায়গায় হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নেতার নাম ফাহাদুল ইসলাম পাভেল। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়ার সাগরিয়া রেঞ্জের রহমত বাজার ক্যাম্পের বনপ্রহরী মাহমুদুল হাসান। 

ফাহাদুল ইসলাম পাভেল উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। 

বনপ্রহরী মাহমুদুল হাসান অভিযোগ করে বলেন, গত ৪ জানুয়ারি পাভেল দিনে-দুপুরে নোয়াখালী উপকূলীয় বনবিভাগের চর আলিমবিট সাগরিয়া রেঞ্জের ১৪-১৫টি গাওয়া গাছ কেটে নিয়ে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার সংলগ্ন গোলতলা পর্যটন স্পটে হোটেল নির্মাণ করে। ক্যাম্পে পর্যাপ্ত জনবল না থাকায় আমি তার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারছিলাম না। তাই বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাই। ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানোর কারণে যুবদল নেতা পাভেল আমাকে তার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার ফার্মেসিতে ডেকে নেয়। একপর্যায়ে আমাকে বলে, ‘আমি যদি সরকারি চাকরি করতে চাই- তাহলে যেন তার বিষয়ে চুপ থাকি’। নাহলে আমাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটাবে।

এ বিষয়ে যুবদল নেতা ফাহাদুল ইসলাম পাভেল অভিযোগ অস্বীকার করেন। বলেন, আমি কোনো গাছ কাটিনি এবং কোনো হোটেলও দেইনি। বনপ্রহরী হাসান যদি সরেজমিনে এসে আমার বিরুদ্ধে অভিযোগ দেয়, তাহলে আপনারা যে কোনো ব্যবস্থা নিতে পারেন। সরেজমিনে রিপোর্ট করার দাবি করেন তিনি। 

উপকূলীয় বনবিভাগের সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা প্রণব কুমার বলেন, অভিযোগ জানার পরই ৮-৯ গাছ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকটি গাছ ওই যুবদল নেতার নির্মিত ঘরে ব্যবহৃত হচ্ছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh