ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় মোচিক ট্রেনিং কমপ্লেক্সে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান (ব্যবস্থাপক র্অথ) হিরন্ময় বিশ্বাসের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি শফিকুর রহমান রিংকু, সাধারণ সম্পদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহার আলী, সাহেদ আলী, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মো. মিলন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন, কোষাধ্যক্ষ এ.এম নাজমুস শাকির, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, মিলের হাউজ ও বিদ্যুৎ বিভাগে সদস্য রিয়াজ উদ্দিন ও ওয়ার্কসপ ও বয়লিং হাউজের সদস্য ফারুক হোসেন প্রমুখ।
পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঝিনাইদহ কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন শপথ গ্রহণ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh