চিনিকল শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় মোচিক ট্রেনিং কমপ্লেক্সে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান (ব্যবস্থাপক র্অথ) হিরন্ময় বিশ্বাসের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি শফিকুর রহমান রিংকু, সাধারণ সম্পদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহার আলী, সাহেদ আলী, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মো. মিলন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন, কোষাধ্যক্ষ এ.এম নাজমুস শাকির, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, মিলের হাউজ ও বিদ্যুৎ বিভাগে সদস্য রিয়াজ উদ্দিন ও ওয়ার্কসপ ও বয়লিং হাউজের সদস্য ফারুক হোসেন প্রমুখ।

পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh