হরিণাকুন্ডে ট্রাক্টর চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ঝিনাইদহের হরিণাকুন্ডে ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নওরিন শোয়েবা নোভা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে হরিণাকুন্ড উপজেলার হল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোভা হরিণাকুন্ড সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজে কর্মরত উচ্চমান সহকারী নজরুল ইসলাম এবং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস আক্তার দম্পতির ছোট মেয়ে। নোভা হরিণাকুন্ড শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে নোভা হরিণাকুন্ড হল বাজার থেকে বাসায় ফেরার পথে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। হরিণাকুণ্ড থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুন্ড থানার ওসি এম এ রউফ খান জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ট্রাক্টরটি জব্দ করতে সক্ষম হয়েছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh