দাদা বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

ঢাকা থেকে বরিশালের গৌরনদীতে দাদা বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু সাফওয়ানের (০৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে রাস্তার পাশে একটি পরিত্যাক্ত ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমাম শিকদারের ছেলে।

স্বজনরা জানিয়েছেন, গত বুধবার দাদা বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করতে ছিল সাফওয়ান। দুপুর ২টার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন দাদা বারেক শিকদার।

এদিকে, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে ফেরার পথে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় সাফওয়ানের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশ ও স্বজনদের খবর দেন।

গৌরনদী উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তারা শিশুটির মৃতদেহ উদ্ধার করেন। পাশাপাশি সিআইডি টিম এসে ঘটনাস্থল থেকে আলাতম সংগ্রহ করেছে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

যদিও শিশু সাফওয়ানের মৃত্যু অস্বাভাবিক বলে দাবি করেছেন তার স্বজনরা। তার মৃত্যুর রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh