ধারাবাহিক সাফল্য এবং অপরাধ নিয়ন্ত্রণে দৃঢ় ভূমিকার জন্য পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসির সম্মান অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পঞ্চগড় পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ, অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় ডিসেম্বর মাসের সাফল্যের ভিত্তিতে সোয়েল রানা এই স্বীকৃতি পান। একই অনুষ্ঠানে দেবীগঞ্জ থানা শ্রেষ্ঠ থানা, এসআই মো. রবিউল ইসলাম শ্রেষ্ঠ এসআই এবং এএসআই মো. এরশাদুল হক শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে সম্মানিত হন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছা. রুনা লায়লা এবং পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আসাদুজ্জামান আসাদ।
ওসি সোয়েল রানা তার প্রতিক্রিয়ায় জানান, থানায় যোগদানের পর বিট পুলিশিং কার্যক্রম জোরদার করেছি, যার মাধ্যমে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। মাদকবিরোধী প্রচারণা ও মতবিনিময় সভার মাধ্যমে জনসাধারণের সহযোগিতা পেয়েছি। আমার পুরো টিমের কঠোর পরিশ্রম এই সফলতার পেছনে মূল ভূমিকা রেখেছে। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ।
প্রতিশ্রুতিশীল নেতৃত্ব এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে দেবীগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সোয়েল রানা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh