বরিশালে মানব পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

বিদেশে মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাচারের জন্য আটকে রাখা এক কিশোরীকে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার এবং ভাটিখানা এলাকা থেকে পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সুইটি (২৭), আল আমিন (২৮) ও জুথি বেগম (২৪)। তারা নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা। এছাড়া উদ্ধার হওয়া কিশোরী সাদিয়া আক্তার তানহা (১৩) বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পূর্ব হবিনগর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরের দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশণার রুনা লায়লা সাংবাদিকদের জানান, গত ১ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে কিশোরী তানহা তার মায়ের খালা নারগিসের বাড়ি থেকে হবিনগর গ্রামে নানা বাড়ির উদ্দেশে বের হয়। শায়েস্তাবাদ খেয়াঘাট সংলগ্ন জনৈক বেল্লাল হাওলাদারের চায়ের দোকানের সামনে পৌঁছালে পাচারকারী চক্রের সদস্য সুইটি ও জুথি বেগম তাকে ফুসলিয়ে একটি সিএনজিতে তুলে অপহরণ করে।

পরে তাকে কোতয়ালী থানাধীন নগরীর দপ্তরখানা এলাকায় জনৈক খালেক মিয়ার বাসার দ্বিতীয় তলায় আটকে রাখে। পরবর্তীতে গত ২ জানুয়ারি তাকে পতিতাবৃত্তির জন্য দুবাই পাচারের উদ্দেশে ঢাকায় নিয়ে ভুয়া ভোটার আইডি কার্ড এবং পরবর্তী ৫ জানুয়ারি পুনরায় ঢাকায় নিয়ে তার ফিংগার দিয়ে পুনরায় বরিশালে এনে ওই বাড়িতে আটকে রাখে। সেখানে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় কিশোরীকে।

এদিকে, কিশোরী নিখোঁজের ঘটনায় গত ৯ জানুয়ারি মহানগরীর কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার স্বজন জান্নাত (২৮)। এর সূত্র ধরে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দপ্তরখানার ওই বাসা থেকে কিশোরী উদ্ধার এবং নগরীর ভাটিখানা এলাকা থেকে অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া গ্রেপ্তারকৃত তিনজন প্রাথমিকভাবে অপরাধের সত্যতা স্বীকার করেছে।

এ ঘটনায় কাউনিয়া থানায় মানব পাচার অপরাধ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তিনজনকেই আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। চক্রের সাথে আরও কোনো সদস্য জড়িত রয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করে তাদেরও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh