বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় নাজিরপুর ইউনিয়ন বিএনপি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
নাজিরপুর
ইউনিয়ন বিএনপির সভাপতি জমসেদ আলীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এ
সময় তিনি বলেন, বিএনপি
জনগণের দল। জনগণের কল্যাণে এই দল কাজ
করে যাচ্ছে। বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভারতীয় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি।
এ
সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ বজলুর রহমান পাঠান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাকসুদ উল্লাহ, কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক আবুল খায়ের, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস ছালাম কেরন, যুগ্ম আহ্বায়ক ও রংছাতি ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল, যুগ্ম আহ্বায়ক ও খারনৈ ইউপি
চেয়ারম্যান ওবায়দুল হক, যুগ্ম আহ্বায়ক ও লেঙ্গুরা ইউপি
চেয়ারম্যান সাইদুর রহমান ভুইঁয়া, যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ নাজিম, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh