অসহায় শীতার্তদের মাঝে চাঁদপুর চেম্বার অব কমার্সের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কয়েক শতাধিক অসহায় শীতার্ত মানুষকে শীত উপহার প্রদান করা হয়েছে। 

আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার চেম্বার ভবনে এই শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

শীত উপহারের মধ্যে ছিল- কম্বল, সোয়েটারসহ শিশু এবং বড়দের বিভিন্ন শীতবস্ত্র। 

শীত উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা ও পরেশ মালাকার।

চেম্বার নেতৃবৃন্দরা বলেন, চাঁদপুর চেম্বার অব কমার্স সবসময় প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো দুর্ভোগ কিংবা উৎসবে অসহায় মানুষদের পাশে থাকে।‌ সেই ধারাবাহিকতায় এবারের শীতে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষদের মাঝে বিভিন্ন রকমের শীত উপহার প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও চেম্বারের এমন সব সামাজিক এবং মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

শীত উপহার বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল। তাকে সহযোগিতা করেন চেম্বারের স্টাফ গোপাল চন্দ্র দাস, মনির হোসেন ও হাবিবুর রহমান। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh