চট্টগ্রামে যুবদল নেতার হামলায় বিএনপি কর্মী নিহত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় যুবদল নেতার হামলায় বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) উপজেলার গাছুয়া ইউনিয়নের সীমান্ত মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

নিহত আইয়ূব জাহাঙ্গীরের (৫০) বাড়ি গাছুয়া ইউনিয়নে। আর হামলায় অভিযুক্ত সুমন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আইয়ূব জাহাঙ্গীর বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। আর সুমন যুবদল নেতা। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সুমন আইয়ূবের কাছ থেকে টাকা পেতেন। দুপুর ১টার দিকে পাওনা টাকা নিয়ে আইয়ূবের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন ও তার কয়েকজন সহযোগী মিলে আইয়ূবের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে।’

ওসি আরো বলেন, ‘হামলায় আহত আইয়ূবকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ছাড়া সুমনসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh