শিশুকে মাটিতে পুঁতে মুক্তিপণ আদায়, দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৬ বছরের এক শিশুকে অপহরণের পর মাটিতে পুঁতে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও এপিবিএন। গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নুর ইসলাম (২১) ও সালাম (২০) ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, ‘৮ জানুয়ারি বিকাল সাড়ে ৪টার পর শিশু আরকানকে ছোলা-মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে অপহরণ করে। অপহরণের পর শিশু আরাকানকে টাশের জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে শিশুটির বাবা আব্দুর রহমানের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে না চাইলে অপহরণকারীরা শিশুটির গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ভিডিও পাঠায় তার বাবার কাছে। পরে পুলিশের তৎপরতায় গত ১৭ জানুয়ারি অপহরণকারীরা ভুক্তভোগী আরাকানকে উখিয়ার কুতুপালং বাজারে রেখে চলে যায়। এর তিন দিনের মাথায় নুর ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে উখিয়াস্থ ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বি বলেন, ‘শিশু আরকানকে অপহরণের পর ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে । পরিবারটি ভয় পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়েই মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করলেও অপহরণকারীদের নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা সারাদেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৮ এপিবিএন ব্যাটালিয়ন তৎপর হয়ে তদন্ত কার্যক্রম শুরু করে এবং অপরাধীদের শনাক্ত প্রক্রিয়া চালিয়ে যায়। এর ধারাবাহিকতায় গত সোমবার ৮ ও ১৪ এপিবিএন, ক্যাম্প পুলিশ ও থানা পুলিশের সহযোগিতায় অপহরণে সরাসরি জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিশু আরকান (৬) অভিযুক্ত দুই আসামিকে শনাক্ত করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh