
পঞ্চগড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানকৃত ৫টি গরু আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
সীমান্ত পিলার ৭৫২/৭-এস থেকে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে গরুগুলো মালিকবিহীন অবস্থায় আটক করে। আটক গরুগুলোর বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
৫৬ বিজিবি সূত্র জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি যেকোনো মূল্যে চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বদা প্রস্তুত।
৫৬ বিজিবি অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক গরুগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানান তিনি।