Logo
×

Follow Us

জেলার খবর

‘নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্ত হচ্ছে’

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৫০

‘নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্ত হচ্ছে’

মজিবর রহমান সরোয়ার। ছবি- বরিশাল প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, নির্বাচন নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে। এ সকল চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই সুষ্ঠ ভোটের মাধ্যেমে সুন্দর একটি নির্বাচন।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির সাবেক এবং পদবঞ্চিত নেতৃবৃন্দকে নিয়ে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। এতে সভাপতিত্বও করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সময়ক্ষেপন করা হচ্ছে। আগে নির্বাচন দিয়ে পরে সংস্কার করতে হবে। এতো বছর মানুষ ভোট দিতে পারেনি। এখন মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছে। তাই বিলম্ব না করে একটি সুষ্ঠু এবং শান্তুপূর্ণ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য মজিবর রহমান সরোয়ার বলেন, বিএনপির মধ্যে যারা বিরোধ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধ সকলকে সজাগ থাকতে হবে। বিএনপিতে যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায় করছে তাদের ছাড় দেয় হবে না।

আলোচনা সভা পরবর্তী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুর হক তারিনসহ মহানগর বিএনপির সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫