নির্বাচন নিয়ে কাজ চলছে: ইসি মাছউদ

নির্বাচন নিয়ে কাজ চলছে, প্রধান উপদেষ্টা ঘো‌ষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনু‌ষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় পটুয়াখালীতে নির্বাচন অফিসে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে পটুয়াখালী‌তে বৃহস্পতিবার এই বিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে। 

তিনি বলেন, আমরা প্রভাবমুক্ত থেকে জা‌তিকে সুষ্ঠ, গ্রহণযোগ্য ও  সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোন ভাবেই প্রভাবা‌ন্বিত হওয়ার সুযোগ নাই। প্রধান উপদেষ্টা ঘো‌ষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনু‌ষ্ঠিত হবে। ভোট গ্রহণের প‌রিবেশ সুন্দর ভাবে সৃ‌ষ্টি হবে। আগামী নির্বাচন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে। স‌ত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই কাজ কর‌ছি।

তিনি আরও বলেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না।

২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন তিনি।

সি‌নিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপ‌তি‌ত্বে সভায় পটুয়াখালী সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। সভায় জেলার নির্বাচন সং‌শ্লিষ্ট ব‌্যক্তিরা বি‌ভিন্ন গণমাধ‌্যমের সংবাদকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh