কুড়িগ্রামের রৌমারী থেকে অবৈধভাবে ঢাকায় পাচারকালে শেরপুরে একটি ট্রাকে বিনামূল্যে বিতরণের সরকারি প্রায় ৯ হাজার বই জব্দ করেছে সদর থানা পুলিশ।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বইসহ ট্রাকটি আটক করা হয়।
এসময় মাইদুল ইসলাম (৩২) একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।
পুলিশ জানায়, ২০২৫ সালের সরকারি মাধ্যমিক স্তরের বই গোপনে পাচার করা হচ্ছে- রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এসএসআইয়ের এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।
এ সময় ট্রাকভর্তি মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের সরকারি বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করা হয়। পরে ট্রাক ও বইসহ মাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ট্রাকের চালক চরশেরপুর ইউনিয়নের নাজিরাগারা এলাকার আব্দুস সামাদের ছেলে সজল মিয়া (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল বলেন, কুড়িগ্রামের রৌমারী বাজারস্থ সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে বইগুলো ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে তারা বইয়ের কোন চালান দিতে পারেনি। পরে ট্রাকটি নিয়ে শেরপুরের ধাতিয়াপাড়ায় রাখলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh