বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সেজো বোন মেহেরুন নেছা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত পৌণে ২টার দিকে ঢাকার বাসাবোর বাসায় তার মৃত্যু হয়।
বিষয়টি
নিশ্চিত করেন তার বড় ছেলে রামপুর
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন।
মৃত্যুকালে
তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি
২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য
আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে
গেছেন।
মেহেরুন
নেছা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমদ মিয়া বাড়ির হোচ্ছাম হায়দারের স্ত্রী।
সালেকীন
রিমন জানান, অসুস্থ হওয়ার পর থেকে মা
চিকিৎসার জন্য ঢাকায় আমার বোনের বাসায় থাকতেন। তিনি তিনবার ব্রেইন স্ট্রোক করেছেন। এছাড়াও দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ
আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ওবায়দুল কাদের সেজো বোন মৃত্যু
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh